Madhya Pradesh: পুজোর মুখে ভয়ংকর রেল দুর্ঘটনা! লাইনচ্যুত হয়ে ছিটকে পড়ে উল্টে গেল কোচ, দু`টুকরো হল ট্রেন...
তবে, রক্ষা যে, এটি যাত্রীবাহী ট্রেন নয়, এটি মালগাড়ি।
গতকাল, বৃহস্পতির রাতে মধ্যপ্রদেশের রাটলামে রেল ইয়ার্ডের কাছে একটি গুডস ট্রেন দুর্ঘটনার কবলে পড়ে।
কোনও হতাহতের খবর এখনও জানা যায়নি।
কী ঘটেছিল? মালগাড়িটির দুটি কোচ লাইনচ্যুত হয়ে যায়। ট্রেনটি দাহ্য তরল নিয়ে যাচ্ছিল। আরও ভয়াবহ কোনও দুর্ঘটনা ঘটে যেতে পারত।
মালগাড়িটির ওই দুটি কোচের একটি পুরোপুরি উল্টে যায়। এই উল্টে-যাওয়া কোচের ভিতর থেকেই ওই দাহ্য তরল বেরিয়ে আসে।
দুর্ঘটনার পরে ট্রেনটি দুটি ভাগে বিভক্ত হয়ে যায়! ভয়াবহ এই দুর্ঘটনার পরেই রেলের উচ্চ পর্যায়ের আধিকারিকেরা পৌঁছে যান ঘটনাস্থলে।