করোনার মাঝে PPF-সহ স্বল্প সঞ্চয় প্রকল্পে সুদের হার কমাল কেন্দ্র
নিজস্ব প্রতিবেদন: লকডাউনের মাঝেই স্বল্প সঞ্চয়ে সুদের হার কমানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার। চলতি অর্থবর্ষের (২০২০-২০২১) প্রথম ত্রৈমাসিকে (এপ্রিল থেকে জুন) সুদের হার কমানোর কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক।
সরকারি নির্দেশিকা অনুযায়ী, স্বল্প সঞ্চয় যেমন পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF), কিসান বিকাশপত্র, জাতীয় সঞ্চয় প্রকল্প (NSC), সিনিয়র সিটিজেন স্কিম ও মাসিক আয় প্রকল্পের সুদ কমানো হল।
পিপিএফ ও সুকন্যা সমৃদ্ধি যোজনায় সুদ কমল ০.৮ শতাংশ। মিলবে ৭.১ শতাংশ সুদ। ৭.৪ শতাংশ সুদ মিলবে সিনিয়র সিটিজেন প্রকল্পে। সুদ কমল ১.২%।
Monthly Income Scheme-এর গ্রাহকরা পাবেন ৬.৬ শতাংশ সুদ। কমল ১ শতাংশ। জাতীয় সঞ্চয় প্রকল্পে ১.১ শতাংশ সুদ কমে হল ৬.৮%।
অতিসম্প্রতি ৭৫ বেসিস পয়েন্ট রেপো রেট কমিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। এরপরই মেয়াদি আমানতে সুদের হার কমিয়েছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। বাকি ব্যাঙ্কগুলিও সেই পথে হাঁটতে চলেছে।