Bharat Rice: মাত্র ২৯ টাকা কেজি দরে মিলবে চাল! স্বস্তির নিঃশ্বাস সাধারণ মানুষের ঘরে...
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: এবার চালের দাম কমাতে পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। ৬ ফেব্রুয়ারি, বিকেল ৪টের সময় ‘ভারত চাল’ চালু করবে কেন্দ্রীয় সরকার।
এই চাল বিক্রি হবে ২৯ টাকা কেজি দরে। ৫ এবং ১০ কেজির প্যাকেটে এই চাল পাওয়া যাবে।
NAFED, NCCF, কেন্দ্রীয় ভান্ডার সহ সমস্ত বড় মাপের চেইন রিটেল শপ গুলিতে ভারত চাল পাওয়া যাবে।
চালের বিষয়ে সমস্ত পদক্ষেপ নেওয়া সত্ত্বেও, বাজার দামে কোনও উল্লেখযোগ্য হ্রাস হয়নি। বরং দাম বেড়েছে ১৪.৫ শতাংশ। স্বল্প মূল্যের এই চাল সাধারণ মানুষকে বড় ধরনের স্বস্তি দেবে।
দেশে ক্রমবর্ধমান মূদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে, সরকার প্রথমে ভারত ব্র্যান্ডের অধীনে সস্তায় আটা, ডাল, সস্তা পেঁয়াজ এবং টমেটো বিক্রি করেছে।
ভারত আটা, কেন্দ্রীয় সরকার ৬ নভেম্বর ২০২৩ সালে চালু করেছিল। যেখানে দেশে আটার গড় দাম প্রতি কেজি ৩৫ টাকা, সেখানে সাধারণ মানুষ ২৭.৫০ টাকায় এই আটা পায়।
ভারত চাল বাজারে আসার কারণে বহু মানুষ স্বস্তি পেয়েছেন। পাশাপাশি ভারত ডাল পাওয়া যাচ্ছে ৬০ টাকা কেজি দরে।