গত ৬ বছরে Petrol-Diesel-র কর থেকে সরকারের আয় বাড়ল ৩০০%

Mon, 22 Mar 2021-11:33 pm,

নিজস্ব প্রতিবেদন: প্রথমবার দেশের বিভিন্ন এলাকায় পেট্রোলের (Petrol) দাম একশো পার করেছে। ডিজেলও ঊর্ধ্বমুখী। সোমবার লোকসভায় সরকার জানাল, পেট্রোল-ডিজেল থেকে শুল্ক বাবদ গত ৬ বছরে নিরিখে আয় বেড়েছে ৩০০ শতাংশ। 

২০১৪-১৫ সালে পেট্রোলে (Petrol) শুল্ক থেকে আয় হয়েছিল ২৯,২৭৯ কোটি টাকা। ডিজেলে এসেছিল ৪২,৮৮১ কোটি।      

চলতি আর্থিক বছরের প্রথম ১০ মাসেই পেট্রোল (Petrol)-ডিজেল (Diesel) থেকে আয় সেই ৬ বছর আগের পরিসংখ্যান পার করেছে। অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur) লিখিত জবাবে জানিয়েছেন, ডিজেল-পেট্রোলের শুল্ক থেকে সরকারের কোষাগারে এসেছে ২.৯৪ লক্ষ কোটি। 

২০১৪-১৫ সালে প্রাকৃতিক গ্যাস, পেট্রোল ও ডিজেল নিয়ে কর উঠেছিল ৭৪, ১৫৮ কোটি টাকা। এবার ২০২০ সালে মার্চ থেকে জানুয়ারির সময়ে সরকারের ভাঁড়ারে এসেছে ২.৯৫ লক্ষ কোটি।

অনুরাগ ঠাকুর (Anurag Thakur) জানিয়েছেন, ২০১৪-১৫ সালে  মোট আয়ের ৫.৪ শতাংশ আসত পেট্রোল, ডিজেলে ও প্রাকৃতিক গ্যাসে কর থেকে। চলতি অর্থবর্ষে তা বেড়ে হয়েছে ১২.২ শতাংশ। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link