শিক্ষা, সংস্কৃতি সব দিক থেকে এগিয়ে বাংলা, আরএসএসের অনুষ্ঠানে প্রশংসা রাজ্যপালের

Subhankar Mitra Fri, 25 Oct 2019-11:23 pm,

অঞ্জন রায়: বাংলার প্রশংসা করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। শুক্রবার সন্ধেয় শোভাবাজার রাজবাড়ির নাটমন্দিরে আরএসএসের নিবেদিতা মিশন ট্রাস্টের অনুষ্ঠানে এসে রাজ্যপাল বলেন,''শিক্ষা, সংস্কৃতি সব দিক থেকেই বাংলা এগিয়ে।''

রাজ্যপাল ও রাজ্য সরকারের সংঘাত এখন তুঙ্গে। যাদবপুরে বাবুল সুপ্রিয়কে উদ্ধার করতে যাওয়া নিয়ে সূত্রপাত। সর্বশেষ সংযোজন রাজ্যপালের নিরাপত্তায় আধা সেনা মোতায়েনের সিদ্ধান্তে আপত্তি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি দিয়েছে নবান্ন। 

দিন কয়েক আগে উত্তর ২৪ পরগনায় সন্দেশখালি ও ধামাখালিতে প্রশাসনিক বৈঠক ডাকেন রাজ্যপাল। কিন্তু সেই বৈঠকে কেউ আসেননি। সরাসরি মুখ্যমন্ত্রীকে নিশানা করেন জগদীপ ধনখড়। সেই প্রসঙ্গে এদিন রাজ্যপাল বলেন, ''আমি মানুষের সঙ্গে মিশতে চাই। কিন্তু প্রোটোকল থাকায় সেটা পারি না।'' 

তিনি যে চুপ থাকার বান্দা নন, সেটাও এদিনের অনুষ্ঠানে স্পষ্ট করেন রাজ্যপাল। তাঁর কথায়,''আমার নীরবতায় ভুল বোঝার সম্ভবনা তৈরি হয়। আমি তখন কথা বলি। পৃথিবীর মধ্যে সেরা ভারত।''

এরপরই বাংলার প্রশংসা শোনা গিয়েছে রাজ্যপালের গলায়। বলেন,''ভারতের মধ্যে সেরা বাংলা। শিক্ষা, সংস্কৃতি সব দিক থেকে এগিয়ে বাংলা।''

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link