আধার কার্ডে ঠিকানা বদলের নিয়ম আরও সহজ করে দিল কেন্দ্র
আধার কার্ডে ঠিকানা পরিবর্তনের নিয়ম শিথিল করার সিদ্ধান্ত নিল কেন্দ্র।
বুধবারই কেন্দ্রীয় সরকারে এ বিষয়ে এক বিজ্ঞপ্তি জারি করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আধার কার্ডে ঠিকানা পরিবর্তন করতে চাইলে এই বিষয়ে একটি সেল্ফ ডিক্লারেশন বা স্বঘোষিত বিবৃতি দিতে হবে। বলা হয়েছে, শুধুমাত্র ওই সেল্ফ ডিক্লারেশন জমা দিলেই ঠিকানায় পরিবর্তন করা যাবে।
যাঁরা কর্মসংস্থানের তাগিদে বাসস্থান ছেড়ে ভিন্ন শহরে থাকতে বাধ্য হচ্ছেন, তাঁদের ক্ষেত্রে বিশেষ করে ব্যাঙ্ক ও অন্যান্য প্রতিষ্ঠানে আবশ্যিক KYC নথি জমা দিতে গেলে এই সমস্যা দেখা দেয়।
এবার থেকে শুধুমাত্র সেল্ফ ডিক্লারেশন বা স্বঘোষণার মাধ্যমে আধার কার্ডে প্রয়োজনীয় ঠিকানা বদলে সহজেই খোলা যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা অন্যান্য কাজ।