নিহত তিন তৃণমূল নেতার পরিবারকে সরকারি চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
মন্দিরবাজার বিষ্ণুপুরের পৌষ মেলার মাঠে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস ও পরিষেবা প্রদান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর একটায় হেলিকপ্টারে উড়ে আসেন তিনি। এদিন ৪৪ টি প্রকল্পের শিলোন্যাসের পাশাপাশি বিভিন্ন প্রকল্পে ২০ হাজার মানুষকে পরিষেবা প্রদান করা হয়।
এদিন সভাতে যোগ দেওয়ার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয়নগরে গুলিকাণ্ডে নিহত তৃণমূল নেতা সারফুদ্দিন খান, মইনুল হক মোল্লা ও আমিন সর্দারের পরিবারের সদস্যের হাতে সরকারি চাকুরির নিয়োগপত্র তুলে দেন। এদিনের সভা থেকে রাজ্য সরকারের প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার কথাও তুলে ধরেন।
এদিন মুখ্যমন্ত্রীর সভা ঘিরে সাধারণ মানুষের ঢল নেমছিলো এই সভাতে। তিনদিনের জেলা সফরে মুখ্যমন্ত্রী সাগর মেলার প্রস্তুতি ঘুরে দেখবেন।
তারপর কাকদ্বীপ নামখানায় প্রশাসনিক বৈঠক করে সুন্দরবন কাপের পুরষ্কার তুলে দেবেন তিনি। ২৮ তারিখ শেষ হবে মুখ্যমন্ত্রীর জেলা সফর।