আত্মনির্ভর ভারত, Google-Apple-কে টেক্কা দিতে আসছে ‘Mobile Seva App Store’
নিজস্ব প্রতিবেদন: তথ্য প্রযুক্তি মন্ত্রক রবি শঙ্কর প্রসাদ রাজ্যসভায় জানান ভারত নিজস্ব অ্যাপ স্টোর লঞ্চ করতে চলেছে। যার নাম ‘Mobile Seva App Store।
এদিন কেন্দ্রীয় মন্ত্রী বলেন, আত্মনির্ভর ভারত গড়তে এটি অন্যতম পদক্ষেপ। এই অ্যাপ স্টোরের ব্যবহার বাড়াতে হবে দেশ জুড়ে।
‘Mobile Seva App Store চালু হলে মার্কিন যুক্তরাষ্ট্রের Google এবং Apple ভরসা করতে হবে না, বলে মনে করছে মন্ত্রক।
Mobile Seva App Store শুধুমাত্র ভারতীয়দের উদ্দেশ্য করেই তৈরি করা হয়েছে।
মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ রাজ্যসভায় বলেছেন, যে গুগল এবং অ্যাপলের মতো প্রযুক্তিবিদরা উপভোগের আধিপত্য প্রতিরোধের বিকল্প হিসাবে এটি নিয়ে এসেছে।
এখনও পর্যন্ত Mobile Seva Appstore থেকে পাওয়া যাবে ৯৬৫ টি অ্যাপ। পরবর্তীকালে আরও সংযুক্ত হবে।কেন্দ্রের সরকারি ওয়েবসাইট থেকে Mobile Seva Appstore ডাউনলোড করা যাবে।