দুর্দান্ত প্ল্যান, রিচার্জ করতে হবে না ২ বছর, মিলবে ২ জিবি করে ডেটা
নিজস্ব প্রতিবেদন: গ্রাহকদের জন্য আকর্ষণীয় রিচার্জ প্ল্যান নিয়ে এল Reliance Jio। যাতে প্রয়োজন মিটবে আমজনতার। পাবে অনেক সুবিধা।
যার জন্য কিনতে হবে Jio Phone। যার আওতায় পাবেন আনলিমিটেড পরিষেবা।
২জি আর নয়, এবার ইন্টার নেটের গতিতে ছুটবে জনজীবন। সেই লক্ষ্যেই নতু রিচার্জ প্ল্যান নিয়ে হাজির জিও।
এই রিচার্জ প্ল্যানের আওতায়য় ২ বছর আনলিমিটেড সুবিধার সঙ্গে পাবেন আনলিমিটেড ভয়েস কল ও ইন্টারনেট ডেটা।
রিচার্জ প্ল্যানের দাম ১ হাজার ৯৯৯ টাকা। যার সঙ্গে পাবেন জিও ফোন। ১ বছরের বৈধতার সঙ্গে এই রিচার্জ প্ল্যানের দাম ১ হাজার ৪৯৯ টাকা।
আনলিমিটেড ভয়ের কলের সঙ্গে প্রতি মাসে পাওয়া যাবে ২ জিবি ডেটা।