মুখে মাস্কের `ম`-ও নেই! লকডাউনের সকালে দেদার লুডোর আড্ডা, ছবি তুলতেই দে ছুট
নিজস্ব প্রতিবেদন : করোনার সংক্রমণ রুখতে সাপ্তাহিক লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার। আজ অগাস্ট মাসের শেষ লকডাউন।
সেই লকডাউনের সকালেই দেখা গেল একদল যুবক দেদার বসে আড্ডা মারছে, লুডো খেলছে।
কারোরই মুখে কোনও মাস্ক নেই, ভ্রূক্ষেপও নেই সেদিকে। কাছে গিয়ে জিজ্ঞাসা করতেই, ছবি তুলতেই তখন পড়িমডি করে দৌড়ে পালাল সবাই।
লকডাউনের সকালে নিয়ম ভাঙার এমন ছবি ধরা পড়েছে নিউটাউনের বন্দের মোড়ের কাছে নির্মীয়মান মেট্রো স্টেশনের নীচে।
যেখানে কিছুতেই রাজ্যে করোনার সংক্রমণ রোখা যাচ্ছে না! প্রতিদিন গড়ে ৩ হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন! সেখানে কি হুঁশ ফিরবে না মানুষের? মানুষ সাবধান হবে না?
লকডাউনের সকালের আড্ডা, লুডো খেলা আরও একবার সেই প্রশ্ন তুলে দিয়ে গেল।