জিএসটির হার কমায় কোন কোন পণ্য সস্তা হল, জেনে নিন
২৯টি পণ্যের উপর জিএসটি-র হার কমাল জিএসটি কাউন্সিল। বৃহস্পতিবার বৈঠকের পর কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির ঘোষণা, ২৯টি পণ্য ও ৫৩টি পরিষেবা ক্ষেত্রে জিএসটি হার পরিবর্তন করা হয়েছে।
কী কী পণ্য ও পরিষেবা আগের চেয়ে সস্তা হল-
পুরনো ও ব্যবহৃত মোটর গাড়ির ক্ষেত্রে জিএসটি হল ১২ শতাংশ।
ব্যবহৃত গাড়ি (মাঝারি ও বড়), এসইউভি গাড়ির উপর জিএসটির হার ২৮ শতাংশ থেকে কমিয়ে করা হয়েছে ১৮ শতাংশ।
হীরে ও বহুমূল্যের পাথরের ক্ষেত্রে করের হার ০.২৫ শতাংশ কমানো হয়েছে। বর্তমানে ৩ শতাংশ হারে কর আদায় করা হয়।
বাসে ব্যবহৃত জৈব জ্বালানির হার ২৮ শতাংশ থেকে কমিয়ে করা হয়েছে ১৮ শতাংশ।
বায়ো ডিজেলের উপর জিএসটি ১৮ শতাংশ থেকে কমিয়ে করা হয়েছে ১২ শতাংশ।
২০ লিটারের পানীয় জলের বোতলে জিএসটি ১৮ শতাংশ থেকে কমিয়ে করা হয়েছে ১২ শতাংশ।
দর্জির কাজের পরিষেবায় জিএসটি ১৮ শতাংশ থেকে কমে হয়েছে ৫ শতাংশ।
পেট্রোপণ্যের পরিবহণ-পরিষেবার ক্ষেত্রে জিএসটি ১৮ শতাংশ থেকে কমিয়ে করা হয়েছে ৫ শতাংশ।
চামড়ার পণ্য ও জুতো উত্পাদনে জিএসটি কমিয়ে করা হয়েছে ৫ শতাংশ।
চিনি থেকে তৈরি কনফেকশনারিতে ১৮ শতাংশ থেকে ১২ শতাংশ করা হয়েছে জিএসটির হার।
জলসেচের যন্ত্রপাতির উপরে জিএসটি ১৮ শতাংশ থেকে কমে হয়েছে ১২ শতাংশ।
প্রাইভেট ডিলারের কাছ থেকে কেনা এলপিজির উপর জিএসটি হার ১৮ শতাংশ থেকে করা হয়েছে ৫ শতাংশ।
ওয়াটার পার্ক, থিম পার্ক ও বিভিন্ন রাইড পরিষেবায় জিএসটি ২৮ শতাংশ থেকে কমিয়ে করা হয়েছে ১৮ শতাংশ।
ফসফরিক অ্যাসিড শ্রেণির সার, তেঁতুল বীজের পাউডার, মেহেন্দি পাউডার, ভেলভেট বস্ত্রের জিএসটির হারও কমেছে।
২৫ জানুয়ারি থেকে চালু হচ্ছে নয়া জিএসটি হার।