চুলের দৈর্ঘ্য ৫ফুট ৭ইঞ্চি! গিনেস বুকে নাম তুলল ভারতের ‘র্যাপানজেল’
এ যেন বাস্তবের র্যাপানজেল! তাও আবার ভারতে। লম্বা বিনুনির কোনও মেয়ের কথা ভাবলেই প্রথমে যে ছবিটি ভেসে উঠবে, সে হল ‘ট্যাঙ্গল্ড’ সিনেমার ‘র্যাপানজেল’ চরিত্র। তাই নয় কি!
‘র্যাপানজেলের’ মতোই গুজরাটের ষোড়শী নীলাংশী প্যাটেলের লম্বা চুল দেখলে অবাক হবেন। তার শরীরের তুলনায় দীর্ঘ চুল।
তাঁর চুল এতটাই লম্বা যে গিনেস বুকে নাম তুলে ফেলেছে নীলাংশী।
নীলাংশীর চুলের দৈর্ঘ্য ৫ ফুট ৭ ইঞ্চি। এক-দু’দিনে তৈরি হয়নি কিন্তু। এত লম্বা চুল তৈরি করতে তার সময় লেগেছে প্রায় দশটা বছর।
হঠাত্ লম্বা চুল তৈরিতে পড়েছিল কেন নীলাংশী? এক সাক্ষাত্কারে তিনি বলেন, কতকটা অভিমানেই দশ বছর চুল কাটিনি।
নীলাংশীর কথায়, যখন ৬ বছর বয়স, সে সময় তার চুল কাটা নিয়ে বিদ্রুপ করে বন্ধুরা। সেই অভিমানে আর চুল কাটেনি নীলাংশী।
এত বড় চুলের পরিচর্যা হয় কীভাবে? নীলাংশী জানায়, সপ্তাহে এক দিন চুলের পরিচর্যা করে। তাঁর মা সহয়তা করেন।
নীলাংশীর কথায়, “সবাই ভাবে এই চুল নিয়ে প্রচুর সমস্যা হয়। তেমনটা কিন্তু নয়। এই চুল নিয়েই তো টেবিল টেনিস খেলি। কোনও সমস্যা নেই।”