H-1B Visa Renewal: ফিরতে হবে না ভারতে! H-1B Visa নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমেরিকার...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এইচ১ বি ভিসা ভারত ও আমেরিকা দুই দেশের ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ। তবে ট্রাম্প ক্ষমতায় আসার পর এইচ-১বি ভিসাধারী অভিবাসী ও তাদের পরিবারের জন্য ছবিটা কিছুটা অস্পষ্ট ছিল।
ট্রাম্প 'আন্তর্জাতিক শিক্ষার্থীদের' 'গ্রিন কার্ড' দেওয়ার ধারণা দিলেও তার পূর্ববর্তী প্রশাসনের রেকর্ড থেকে আঁচ করা হয় কঠোর অভিবাসন ব্যবস্থা গ্রহণের সম্ভাবনাই বেশি।
তবে এবার জানা গেল, H-1B ভিসাধারীদের দেশ ফেরত না গিয়েও তাদের নথি পুনর্নবীকরণ করার অনুমতি দেবে মার্কিন মুলুক। নয়া দিল্লিতে আমেরিকান দূতাবাস জানিয়েছে, H-1B ভিসা ধারকদের জন্য US-ভিত্তিক পুনর্নবীকরণ কর্মসূচি এই বছর বাস্তবায়িত হতে পারে।
এক বছর আগে, মার্কিন স্বরাষ্ট্র দফতর এই প্রক্রিয়াটি পরীক্ষা করার জন্য একটি পাইলট প্রকল্প শুরু করেছিল। এতে প্রায় ২০,০০০ যোগ্য ভিসাধারী জড়িত যারা ইউএস ফেডারেল রেজিস্টারে তালিকাভুক্ত প্রয়োজনীয়তা পূরণ করে।
আর এতেই লক্ষ লক্ষ ভারতীয়র সুবিধা হবে, কারণ ভারতই H-1B ভিসা প্রাপকদের তালিকায় বৃহত্তম গ্রুপ। প্রসঙ্গত, প্রযুক্তি, প্রকৌশল, চিকিৎসা এবং অর্থের মতো বিশেষ ক্ষেত্রে বিদেশী কর্মীদের H-1B ভিসা জারি করা হয়।