সন্ধে নামতেই তুমুল শিলাবৃষ্টি, সাদা বরফের চাদরে ঢাকল শহর
পূর্বাভাস সত্যি করে নামল বৃষ্টি। আর তাতেই তছনছ মুর্শিদাবাদ জেলার বিস্তীর্ণ অংশ।
মঙ্গলবার সন্ধ্যায় মুর্শিবাদ জেলার বিস্তীর্ণ এলাকায় শুরু হয় কালবৈশাখী। বৈশাখের দ্বিতীয় দিনের দহনের পর সবাই যখন স্বস্তির আনন্দে মশগুল তখনই গুরুতর আকার ধারণ করে দুর্যোগ।
ঝড় থামতেই মুহুর্মুহু শুরু হয় শিলাবৃষ্টি। কিছুক্ষণের মধ্যে বিস্তীর্ণ এলাকা ঢেকে যায় সাদা বরফের চাদরে।
এদিনের বৃষ্টিতে বরো চাষের ক্ষতির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। আমের ফলনেও শিলাবৃষ্টির প্রভাব পড়তে পারে বলে অনুমান।