Tamluk: ভয়ঙ্কর ঘটনা! রেললাইন পারপারের সময় ধাক্কা ট্রেনের, দুমড়েমুচড়ে গেল মারুতি
নিজস্ব প্রতিবেদন : তমলুকে ভয়ঙ্কর ঘটনা। মারুতিকে ধাক্কা মারল দ্রুত গতিতে ছুটে আসা লোকাল। ধাক্কা মেরে প্রায় ৬০০ মিটার দূর পর্যন্ত মারুতি গাড়িটিকে টেনেও নিয়ে যায় ট্রেনটি।
ঘটনাটি ঘটেছে তমলুকের কাপাসেরার কাছে। জানা গিয়েছে, লেভেল ক্রসিংটি প্রহরীবিহীন ছিল। প্রহরীবিহীন ওই লেভেল ক্রসিংটি পার হওয়ার সময় মারুতি গাড়ির চাকা পিছলে যায়।
পিছলে গিয়ে চাকাটি রেললাইনে আটকে যায়। আর তখনই ওই লাইনে পাঁশকুড়াগামী হলদিয়া লোকালটি চলে আসে। মারুতির চালক গাড়ি থেকে নেমে হাত দেখিয়ে ট্রেনটিকে থামানোর চেষ্টা করেন।
কিন্তু তাতেও বিপদ এড়ানো যায়নি। ট্রেনটি মারুতি গাড়িকে ধাক্কা মেরে প্রায় ৬০০ মিটার দূর পর্যন্ত টেনে নিয়ে যায়। ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গিয়েছে মারুতিটি।
তবে হতাহতের কোনও খবর নেই। এই ঘটনার জেরে এরপরই রেলেগেটের দাবিতে ট্রেন অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।