সোনার গয়নায় বাধ্যতামূলক হতে চলেছে হলমার্ক
সোনার গয়নায় হলমার্ক বাধ্যতামূলক করতে চলেছে কেন্দ্র। হলমার্ক হল শুদ্ধতার গ্যারান্টি।
হয়রানি আর বাড়তি খরচের আশঙ্কাও থাকছে। উপযুক্ত পরিকাঠামোর দাবিতে এবার আন্দোলনের পথে স্বর্ণশিল্পীরা।
গয়নায় হলমার্ক দেখলে ক্রেতারাও নিশ্চিন্ত। কিন্তু এই হলমার্কই এবার রাতে ঘুম কেড়েছে স্বর্ণশিল্পীদের।
সোনার গয়না বিক্রির ক্ষেত্রে হলমার্ক বাধ্যতামূলক করতে চলেছে কেন্দ্র। আর তাতেই মাথায় হাত রাজ্যের স্বর্ণশিল্পীদের। সরকারি সেন্টারে গিয়ে গয়না হলমার্ক করাতে হয়। কিন্তু চাহিদা মত রাজ্যে হলমার্ক সেন্টার কই?
রাজ্যে হলমার্ক সেন্টার মাত্র ৫৭টি। বহু জেলা সদরেও হলমার্ক সেন্টার নেই। ফলে সমস্যায় পড়বেন বিপুল সংখ্যক স্বর্ণ কারবারি।
ফলে এবার থেকে ছোট্ট সোনার দুল হলমার্ক করাতে শিল্পীকে ভিন জেলায় ছুটতে হবে। তাতে হয়রানি তো আছেই, সঙ্গে খরচও বাড়বে।
অধিকাংশ হলমার্ক সেন্টারই ফ্র্যাঞ্চাইজিকে দেওয়া। স্বর্ণশিল্পীদের অভিযোগ, অনেকক্ষেত্রে হলমার্ক নিয়ে প্রতারণার শিকার হচ্ছেন গ্রাহকরা। ঠকছেন গয়না শিল্পী এবং গ্রাহকরা।
হলমার্কের বিরুদ্ধে নন শিল্পীরা। কিন্তু উপযুক্ত পরিকাঠামো তৈরি না করে এই ব্যবস্থা বাধ্যতামূলক করার প্রতিবাদ করছেন তাঁরা। সঠিক ব্যবস্থা না হলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের স্বর্ণশিল্পীরা।