হনুমান জয়ন্তীতে এই রাশির জাতকদের জীবনে ঘটবে সৌভাগ্যের সূর্যোদয়, আসছে সুবর্ণসুযোগ...

Soumitra Sen Tue, 23 Apr 2024-8:39 pm,

এই হনুমান জয়ন্তীতে মীন রাশিতে বুধাদিত্য যোগ, শশ রাজযোগ এবং পঞ্চগ্রহী যোগের সংমিশ্রণ। এ ছাড়া হনুমান জন্মোৎসবের পরের দিন শুক্র ও বৃহস্পতির মিলনে গজলক্ষ্মী রাজযোগও তৈরি হবে। এই সব কারণে কয়েকটি রাশির জাতকজাতিকাদের জীবনে দারুণ সৌভাগ্যের উদয় ঘটবে।

এই হনুমান জয়ন্তীতে মেষ রাশির জাতকদের আর্থিক অবস্থা শক্তিশালী হবে। এঁদের ধন-সম্পদপ্রাপ্তি ঘটবে।

এঁদের রোজগার বাড়বে, আটকে থাকা কাজ এবার হয়ে যাবে। 

হনুমান জয়ন্তীতে মিথুন রাশির জাতকেরা ঋণসংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পাবেন। এঁদের জীবনে নতুন কাজের সূচনা হবে।

এঁদের জীবনে নতুন পর্বের সূচনা ঘটবে। দৈনন্দিনে ছোট ছোট পরিবর্তন করলেই জীবনে আসবে বড় সাফল্য।

এঁদের জীবনে এই সময়ে সুবর্ণসুযোগ আসবে, প্রায় সব ক্ষেত্রেই। পেশাজীবন ও ব্যক্তিজীবনে আসবে নানা পটবদল। 

আজকের হনুমান জয়ন্তী তিথি আজ সকাল থেকেই নানা শুভ প্রভাব ছড়িয়ে দিয়েছে, তৈরি করেছে নানা ইতিবাচকতা। ফলে, অল্পবিস্তর সব রাশির জীবনেই আসছে ভালো সময়। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link