জন্মদিনে মাধুরী, নায়িকার জীবনের অজানা প্রেমগুলি জানেন?
'রাম-লক্ষণ', 'পরীন্দা' ছবিতে একসঙ্গে কাজ করার সময় নাকি অনিল কাপুরের সঙ্গেও সম্পর্কে জড়িয়েছিলেন মাধুরী দীক্ষিত।
সুপার হিট ছবি 'দিল'-এ অভিনয়ের সময় আমির খানের সঙ্গে নাম জড়িয়েছিল মাধুরী দীক্ষিতের।
শোনা যায়, 'দিল তো পাগল হ্যায়', 'হাম তুমহারে হ্যায় সনম', কিং খানের সঙ্গে পরপর ছবিতে অভিনয়ের সময় তাঁর সঙ্গে মাধুরীর রসায়নের কথা শোনা গিয়েছিল।
সুপারস্টার সলমন খানের সঙ্গে একাধিক ছবিতে অভিনয় করেছেন মাধুরী দীক্ষিত। শোনা যায়, মাধুরী-সলমন জুটির 'হাম আপকে হ্যায় কৌন' ছবির সময় নাকে সলমনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন মাধুরী দীক্ষিত।
১৯৯১ সালের গোড়ার দিতে 'সাজন' ছবিতে অভিনয়ের সময় মাধুরীর সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে সঞ্জয় দত্তের। সেসময় বি-টাউনের অনেকেই জানত মাধুরী-সঞ্জুর প্রেমের কথা। তবে ১৯৯৩ সালে মুম্বই বিস্ফোরণে সঞ্জয় দত্তের নাম জড়ানোর পর তাঁদের সম্পর্কেই ইতি হয়।
শোনা যায়, একসময় অজয় জাদেজার প্রেমে হাবুডুবু খেতেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত। যদিও তাঁদের সেই সম্পর্কে অজয়ের পরিবারের সমর্থন ছিল না। তা সত্ত্বেও তাঁদের সেই সম্পর্কে ভাটা পড়েনি। তবে পরবর্তীকালে ম্যাচ গড়াপেটায় অজয় জাদেজার নাম জড়ানোয় মাধুরী-অজয়ের সম্পর্ক ভেঙে যায়। আর এরপরেই তিনি ডঃ নেনে-কে বিয়ে করেন।