জন্মদিনে মালাইকাকে চুম্বন অর্জুনের, ভাইরাল ছবি
৪৬-এ পড়লেন মালাইকা অরোরা।
জন্মদিন উপলক্ষে মঙ্গলবার রাতভর পার্টি করেন মালাইকা অরোরা।
মালাইকার জন্মদিনের সেই পার্টিতে হাজির হয় প্রায় গোটা বলিউড।
যোখানে হাজির ছিলেন করিনা কাপুর খান থেকে শুরু করে করিশ্মা কাপুর, অক্ষয় কুমার, ট্যুইঙ্কেল খন্না কিংবা জাহ্নবী কাপুররা
মালাইকার জন্মদিনের পার্টির আগেই তাঁর সঙ্গে একটি ছবি শেয়ার করেন অর্জুন কাপুর। যেখানে মালাইকার গালে চুম্বন করতে দেখা যায় অর্জুনকে
অর্জুন এবং মালাইকার ওই ছবি সামনে আসার পরই তা ভাইরা হয়ে যায় হু হু করে