ভারতের সমকামী পুুরুষরাই একমাত্র `ফ্যাশন` সচেতন, সোনমের বিতর্কিত মন্তব্য
মঙ্গলবার ৩৫-এ পড়লেন সোনম কাপুর। জন্মদিনেও অন্তর্জালে ভাইরাল হতে শুরু করেছে সোনম কাপুরের একের পর এক বিতর্কিত মন্তব্য। বলিউডে আসার পর 'সাওয়ারিয়া 'দিয়ে ডেবিউ করেন সোনম। ওই সময় তিনি রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান। কিন্তু বিচ্ছেদর পর সোনম প্রকাশ্যে মন্তব্য করেন, রণবীর কাপুর হলেন মা'ম্মাস বয়'। যা নিয়ে ওই সময় সরগরম হয়ে ওঠে পেজ থ্রি-র পাতা।
বলিউডে আসার পর একটি সাক্ষাতকারে বিতর্কিত মন্তব্য করেন সোনম। তিনি বলেন, ভারতীয় পুরুষরা ফ্যাশন সম্পর্কে একেবারেই সচেতন নন। তবে ভারতীয় সমকামী পুরুষদের ফ্যাশন সচেতনতার তারিফ করেন তিনি। অর্থাত, ভারতের সমকামী পুরুষরাই একমাত্র ফ্যাশন সচেতন বলে দাবি করেন সোনম। অনিল-কন্যার ওই মন্তব্যের পর থেকেই জোর শোরগোল শুরু হয়ে যায় বি টাউন জুড়ে
বলিউডে আসার পর ঐশ্বর্য রাই বচ্চনকে 'আন্টি' বলে সম্মোধন করেন সোনম কাপুর। যা নিয়ে বিতর্ক জোরদার হয়। পরে সোনম দাবি করেন, ঐশ্বর্য যেহেতু তাঁর বাবার সঙ্গে কাজ করেছেন, তাই 'আন্টি' বলে ডেকেছেন। যদিও বিয়ের সময় সোনম নিজে ঐশ্বর্যকে আমন্ত্রণ জানিয়ে বিতর্ক শেষ করেন।
প্রিয়াঙ্কা চোপড়ার বোন পরিণীতি চোপড়া কেন আঁটসাট পোশাক পরেন, তা নিয়ে প্রশ্ন তুলে এক সময় জোর বিতর্ক জুড়ে দেন সোনম কাপুর
কফি উইথ করণ-এ হাজির হয়ে দীপিকা পাডুকনকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন সোনম কাপুর। তিনি বলেন, দীপিকার নিজের কোনও ফ্যাশন সেন্স নেই। তবে নিজের ফ্যাশন সেন্স নিয়ে অনেক কাজ করেছেন দীপিকা। এরজন্য ফ্যাশন ডিজাইনার অনিতা শ্রফ আদজানিয়াকে ধন্যবাদ জানান সোনম