দ্রুততম দশ হাজার থেকে সবচেয়ে বেশি ডাবল হান্ড্রেড- কিং কোহলির পাঁচ অনবদ্য রেকর্ড
একদিনের ক্রিকেটে দ্রুততম ১০,০০০ রানের মালিক- সচিনের তেন্ডুলকরকে ছাপিয়ে একদিনের ক্রিকেটে দ্রুততম দশ হাজার রানের মালিক এখন বিরাট কোহলি। সচিনের থেকে ৫৪ ইনিংস কম নেন একদিনের ক্রিকেটে দশ হাজার রান পূর্ণ করতে।
এক ক্যালেন্ডার বর্ষে সবচেয়ে বেশি সেঞ্চুরি - ২০১৭ সালে ক্রিকেটের তিন ফরম্যাটে ১১টি সেঞ্চুরি করেন বিরাট কোহলি।
প্রথম ক্রিকেটার হিসেবে এক দশকে কুড়ি হাজার আন্তর্জাতিক রান - ২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে দশ বছর পূর্ণ করেন বিরাট কোহলি। প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে এক দশকে কুড়ি হাজার রান পূর্ণ করেন।
ভারতীয়দের মধ্যে টেস্টে সবচেয়ে বেশি ডাবল হান্ড্রেড- টেস্ট ক্রিকেটে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি ডাবল হান্ড্রেডের মালিক এখন বিরাট কোহলি। টেস্টে সাতটি ডাবল হান্ড্রেড করেছেন তিনি। সচিন এবং সেওয়াগের ৬টি করে দ্বিশতরান রয়েছে টেস্টে।
এক আইপিএল মরশুমে ব্যক্তিগত সর্বোচ্চ রান- আইপিএলের নবম সংস্করণে ব্যক্তিগত সর্বোচ্চ ৯৭৩ রান করেছিলেন বিরাট কোহলি। সেই মরশুমে চারটি সেঞ্চুরি করেন বিরাট।