চার কোটি টাকা প্রতারণার শিকার! মাথায় হাত হরভজন সিংয়ের
চার কোটি টাকা প্রতারণার শিকার হলেন ভারতের প্রাক্তন স্পিনার হরভজন সিং। চেন্নাইয়ের এক ব্যবসায়ীর নাম অভিযোগ দায়ের করেছেন ভাজ্জি।
আইপিএল থেকে নাম প্রত্যাহার করেছেন ভাজ্জি। ব্যক্তিগত কারণেই এবার তিনি চেন্নাইয়ের হয়ে আইপিএলে খেলবেন না বলে জানা গিয়েছে। এর মধ্যে প্রতারিত হলেন তিনি।
জি মহেশ নামের এক ব্যবসায়ীর সঙ্গে বন্ধু মারফত আলাপ হয়েছিল ভাজ্জির। এর পর ২০১৫ সালে সেই ব্যবসায়ীকে চার কোটি টাকা ধার দিয়েছিলেন ভাজ্জি।
গত পাঁচ বছর ধরে ভাজ্জি একাধিকবার তাগাদা দিলেও সেই ব্যবসায়ী এক টাকাও শোধ করেননি। এর পর গত মাসে ২৫ লাখ টাকার চেক ভাজ্জিকে দেন সেই ব্যবসায়ী। কিন্তু সেই চেক বাউন্স করে। তার পরই জি মহেশের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেন ভাজ্জি।
এরই মধ্যে নীলঙ্কারাই-এর অ্যাসিস্ট্যান্ট পুলিস কমিশনারের কাছে পিটিশনের কপি পৌঁছেছে। জি মহেশের নাম শমন জারি হয়েছে বলেও জানা যাচ্ছে।