Harbhajan Singh: হরভজন সিংয়ের দলে ঠাঁই পেলেন না Virat Kohli!

Subhapam Saha Sun, 07 Nov 2021-3:03 pm,

নিজস্ব প্রতিবেদন: চলতি টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) প্রায় অন্তিম লগ্নে চলে এসেছে। আর কয়েক দিনের মধ্যেই  বাইশ গজ পেয়ে যাবে কুড়ি ওভারের ফর্ম্যাটে নতুন বিশ্বচ্যাম্পিয়নকে। এমন সময়ে দাঁড়িয়ে ভারতের স্পিন জাদুকর হরভজন সিং তাঁর সর্বকালের সেরা টি-২০ (T20I) একাদশ বেছে নিলেন। তবে তাঁর বাছাই করা এগারো জনের টিমে ঠাঁই পেলেন না বিরাট কোহলি (Virat Kohli)। এমএস ধোনির (MS Dhoni) হাতেই নেতৃত্ব ভার তুলে দিলেন হরভজন। তবে ভারত থেকে মাত্র তিনজন ক্রিকেটারই রয়েছেন ভাজ্জির টিমে। ধোনি ছাড়া আছেন রোহিত শর্মা ও জসপ্রীত বুমরা। দেখে নেওয়া যাক অভিজ্ঞ ভাজ্জি কাদেরকে রেখেছেন টিমে। 

রোহিত শর্মা

ক্রিস গেইল

জস বাটলার

শেন ওয়াটসন 

এবি ডিভিলিয়ার্স

এমএস ধোনি (ক্যাপ্টেন ও উইকেট রক্ষক)

 

ডোয়েন ব্র্যাভো

কায়রন পোলার্ড

সুনীল নারিন

লাসিথ মালিঙ্গা

জসপ্রীত বুমরা

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link