EXPLAINED | IND vs SA: এ বলে আমায় দেখ, ও বলে আমায়, সিংহাসনের ঐতিহাসিক লড়াই, আজ সতীর্থরাই প্রতিদ্বন্দ্বী!
ভিভিএস লক্ষ্মণের টিম ইন্ডিয়া এখন আফ্রিকান সাফারিতে। সূর্যকুমার যাদবের দল আইদেন মারক্রমের দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে ৪ ম্য়াচের টি-২০ আই সিরিজ। শুক্রবার অর্থাত্ আজ ডারবানে প্রথম খেলা। এই সিরিজে এক ঐতিহাসিক সিংহাসনের লড়াইয়ে দুই সতীর্থ- হার্দিক পান্ডিয়া ও অর্শদীপ সিং।
ভুবনজয়ী স্টার অলরাউন্ডার হার্দিক দেশের জার্সিতে ১০৫টি টি-২০ ম্য়াচ খেলে পেয়েছেন ৮৭ উইকেট। ওদিকে তরুণ পেসার অর্শদীপ ৫৬টি আন্তর্জাতিক টি-২০ ম্য়াচ খেলেই হার্দিকের সমান উইকেট নিয়েছেন। হার্দিক এবং অর্শদীপ, দু'জনেরই এই সিরিজে পাখির চোখ প্রথম ভারতীয় হিসেবে ১০০ টি-২০ আই উইকেট পাওয়া। দুয়েরই প্রয়োজন আর ১৩টি উকেট। এই মুহূর্তে যুজবেন্দ্র চাহাল দেশের সর্বাধিক টি-২০ আই উইকেটশিকারি। তিনি ৮০ ম্য়াচে ৯৬ উইকেট তুলে নিয়েছেন।
মজার বিষয় হচ্ছে যে, হার্দিক-অর্শদীপের সঙ্গে লড়াইয়ে কিন্তু জসপ্রীত বুমরার নামও জুড়ে যেতে পারত, যদি তিনি এই সিরিজে থাকতেন। দেশের সব ফরম্য়াটে মহাতারকা পেসার যদিও এখন বর্ডার-গাভাসকর ট্রফির জন্য় নিজেকে তৈরি করছেন। বুম...বুম...বুমরা ৭০টি টি-২০ আই ম্য়াচে ৮৯ উইকেট তুলে নিয়েছেন। তিনি যদি এই সিরিজে থাকতেন, তাহলে সিংহাসনের ঐতিহাসিক লড়াই হত হার্দিক-অর্শদীপ ও তাঁর মধ্য়ে।
এদিন ডারবানের কিংসমিড ক্রিকেট স্টেডিয়ামে ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম ম্য়াচ। এরপর ১০ নভেম্বর দ্বিতীয় ম্য়াচ গাবেখার সেন্ট জর্জ'স পার্কে। সিরিজের তৃতীয় ও ম্য়াচ সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে। ১৫ নভেম্বর ওয়ান্ডারার্স স্টেডিয়ামে সরিজের চতুর্থ ও শেষ টি-২০ আই ম্য়াচ।
সূর্যকুমার যাদব, অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, তিলক ভার্মা, জিতেশ শর্মা, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রমনদীপ সিং, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং, বিজয়কুমার বৈশাক, আবেশ খান ও যশ দয়াল।
আইদেন মারক্রম (অধিনায়ক), ওটনিল বার্টম্য়ান, জেরাল্ড কোয়েটজি, ডোনোভ্য়ান ফেরেরা, রেজা হেনরিক্স, মার্কো জানসেন, হেনরিখ ক্লাসেন, প্যাট্রিক ক্রুগার, কেশব মহারাজ, ডেভিড মিলার, মিহলালি, মঙ্গওয়ানা, নাবা পিটার, রায়ান রিকেলটন, অ্যান্ডিল সিমলেন, লুথো সিপামলা (তৃতীয় ও চতুর্থ টি-২০ ম্য়াচে) ও ট্রিস্টান স্টাবস