চার মাস ধরে ঘরে বসে! লন্ডন ফেরত পান্ডিয়ার জন্য আবার খারাপ খবর
মাঠে দুঃসময়। মাঠের বাইরে সুসময়। এভাবেই এখন ব্যাখ্যা করা যায় হার্দিক পান্ডিয়ার অবস্থা। চোটের জন্য মাঠে ফিরতে পারছেন না। তবে এরই মধ্যে জীবনসঙ্গীনীর সঙ্গে বাগদান সেরে ফেলেছেন।
চোটের কবল থেকে কিছুতেু বেরোতে পারছেন না পান্ডিয়া। এখনও ম্যাচ ফিট হয়ে উঠতে পারেননি। ফলে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকেও বাদ পড়লেন পান্ডিয়া।
গত বছর ২২ সেপ্টেম্বর শেষবার আন্তর্জাতিক ম্যাচ খেলতে দেখা গিয়েছিল পান্ডিয়াকে। তার পর থেকে চোটের জন্য ঘরে বসে রয়েছেন ভারতের এক নম্বর অলরাউন্ডার।
ন্য়াশনাল ক্রিকেট অ্যাকাডেমির চিফ ফিজিও আশিস কৌশিকের সঙ্গে কিছুদিন আগে লন্ডনে গিয়েছিলেন পান্ডিয়া। সেখানে স্পাইনাল সার্জন জেমস এলিবান তাঁর চিকিতসা করেন। তবুও পুরোপুরি সেরে উঠতে পারেননি পান্ডিয়া।
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ ও একদিনের সিরিজ থেকে আগেই বাদ পড়েছিলেন পান্ডিয়া। গত বছর অক্টোবরে লন্ডনে পান্ডিয়ার পিঠের নিচের অংশে অস্ত্রোপচার হয়েছিল। তার পর থেকে তিনি মাঠের বাইরে।