ছেলের সঙ্গে প্রথম `পুল আউটিংয়ে` Hardik, Natasa, ভাইরাল ছবি
ছেলে অগস্ত্যর সঙ্গে প্রথম 'পুল আউটিংয়ের' ছবি শেয়ার করলেন হার্দিক পান্ডিয়া। নিজেদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পুল আউটিংয়ের সেই ছবি শেয়ার করেন হার্দিক-নাতাশা। দেশের অন্যতম তারকা জুটি ছেলের সঙ্গে পুল আউটিংয়ের ছবি শেয়ার করতেই তা ভাইরাল হয়ে যায়।
পুল আউটিংয়ের সময় হার্দিকের পরনে ছিল কালো রঙের বাথরোব। অন্যদিকে নাতাশা পরেন কালো বিকিনি। ছেলে অগস্ত্যকে নিয়ে কখনও হার্দিক আবার কখনও নাতাশাকে দেখা যায় পুলের জলে নামতে
'আওয়ার বয়েস ফার্স্ট ডে অ্যাট দ্য পুল' বলে ছবি শেয়ার করেন নাতাশা স্ট্যানকোভিক। যা দেখে অনেকেই তাঁদের ভালবাসা জানাতে শুরু করেন
লকডাউনের মাঝে নাতাশা স্ট্যানকোভিকের সঙ্গে বিয়ে সেরে নেন হার্দিক পান্ডিয়া। যা দেখে অবাক হয়ে যান প্রত্যেকে। পরিবারের মানুষদের সামনেই সার্বিয়ান মডেলের সঙ্গে গাঁটছড়া বাঁধেন হার্দিক
বিয়ের পর আচমকাই স্ত্রীর বেবি শাওয়ারের ছবি শেয়ার করে সবাইকে দ্বিতীয় দফায় চমকে দেন হার্দিক পান্ডিয়া। তবে জীবন থেকে অস্থিরতা কাটিয়ে স্থির হতে চান বলেই তাঁরা দুই থেকে তিন হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান এই তারকা জুটি