ছোটবেলার বন্ধুকেই বিয়ে করছেন হার্দিক প্যাটেল
রাজনীতি থেকে সাময়িক বিরাম নিয়ে এবার বিয়ের পিঁড়িতে বসছেন পতিদার আন্দোলনের নেতা হার্দিক প্যাটেল।
হার্দিক বিয়ে করছেন তাঁর ছোটবেলার বন্ধু কিঞ্জল পারিখকে।
বিয়ের অনুষ্ঠান হবে ২৭ জানুয়ারি। ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু ও আত্মীয় মিলিয়ে আমন্ত্রিত অতিথির সংখ্যা ১০০ জন।
সংবাদমাধ্যমের খবর বিয়ের অনুষ্ঠানটি হবে সুরেন্দ্রনগর জেলার দিগসর গ্রামে। সেখানে রয়েছে হার্দিকের পারিবারিক দেবতা বাহুচর ও মেলদি মাতার মন্দির। সেখানেই হবে বিয়ের অনুষ্ঠান।
হার্দিকের বাবা ভরত প্যাটেল সংবাদমাধ্যমে জানিয়েছেন, ছোটবেলা থেকেই হার্দিকের পরিচিত কিঞ্জল। আহমেদবাদ জেলার চন্দননগরীতেই থাকে।
ভরত প্যাটেল আরও জানিয়েছেন কিঞ্জলও পতিদার সম্প্রদায়ের। হার্দিকের বোন মনিকার বন্ধু কিঞ্জল।
মেহসনার কাদি তালুকের একটি কলেজ থেকে কমার্সের স্নাতক কিঞ্জল। বর্তমানে গান্ধীনগরের একটি কলেজে আইনে স্নাতক স্তরে ভর্তি হয়েছেন।