ইলেকট্রিকে চলবে হার্লে ডেভিডসনের নতুন বাইক Harley Davidson LiveWire

Tue, 27 Aug 2019-10:40 pm,

বিশ্বের তাবড় যান প্রস্তুতকারক সংস্থা ধীরে ধীরে ঝুঁকছে বৈদ্যুতিন বিকল্পের দিকে। সেই দৌড়ে সামিল হয়েছে মার্কিন মোটরসাইকেল প্রস্তুতকারক সংস্থা Harley Davidson-ও। চলতি বছরের শুরুতে আন্তর্জাতিক মঞ্চে প্রকাশ্যে আসে সংস্থার প্রথম ইলেকট্রিক বাইক LiveWire। মঙ্গলবার ভারতে এল হার্লে ডেভিডসন লাইভওয়্যার।

হার্লে ডেভিডসন জানিয়েছে, প্রদর্শিত মডেলগুলি প্রোটোটাইপ। ভবিষ্যতে বাণিজ্যিক লঞ্চের আগে মডেল দু’টিতে কিছু পরিবর্তন আনা হতে পারে। বিদ্যুতচালিত বাইকের পারফরম্যান্স নিয়ে যাবতীয় ধন্দ ভেঙে দিতে চাইছে হার্লে ডেভিডসন। 

ইলেকট্রিক বাইকের ১৫.৫ kWH ব্যাটারি তৈরি করেছে Samsung SDI। সংস্থার দাবি, একবার চার্জে প্রায় ২৩৫ কিলোমিটার দৌড়বে লাইভওয়্যার। 

ইলেকট্রিক বাইক বলে লাইভওয়্যারকে কম শক্তিশালী ভাবার কিছু নেই। লাইভওয়্যার প্রায় ১০৪.৬ বিএইচপি শক্তি তৈরি করবে লাইভওয়্যারের ইলেকট্রিক মোটর।

ইলেকট্রিক বাইকের বাজারে এক নতুন বেঞ্চমার্ক হার্লে ডেভিডসন লাইভওয়্যার। মার্কিন যুক্তরাষ্ট্রে লাইভওয়্যারের দাম ২৯,৭৯৯ ডলার (ভারতীয় মূল্যে যা প্রায় ২১ লক্ষ টাকা)। চলতি বছরের শেষে বা আগামী বছরের শুরুতে ভারতের বাজারে লঞ্চ করা হবে লাইভওয়্যার।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link