সাত পাকে বাঁধা পড়তে চলেছেন Harman Baweja, প্রি-ওয়েডিং ছবি দেখুন

Sat, 20 Mar 2021-9:42 pm,

নিজস্ব প্রতিবেদন: গতবছর বাগদান সেরেছিলেন। এবছর সাত পাকে বাধা পড়তে চলেছেন হারমন বাওয়েজা ও সসা রামচন্দানি। 

বিয়ের আগে ককটেল পার্টিতে নাচছেন হারমন। বয়সের ভারে তাঁকে চিনতে বেশ অসুবিধাই হচ্ছে। ওজন অনেকখানি বেড়েছে। হারমনের স্ত্রী সসা রামচন্দানি হেলথ কোচ।  

কাপলের ছবি শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন জাহির খানের স্ত্রী সাগরিকা ঘাটগে। 

হারমন ও সসার ছবি শেয়ার করেছেন শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা। গ্রুপ ছবিতে রাজ ছাড়াও রয়েছেন আমির আলি, আশিস চৌধুরীরাও।           

সালটা ২০০৮। লভ স্টোরি ২০৫০ (Love Story 2050) ছবিতে বলিউডে অভিষেক হয়েছিল হারমন বাওয়েজার। প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জনও শোনা গিয়েছিল। হৃতিক রোশনের মতো দেখতে হওয়ায় নজরও কেড়েছিলেন হারমন। তবে সফল হননি। প্রিয়াঙ্কার সঙ্গে সম্পর্কও টেকেনি। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link