মা হতে চলেছেন, দেখুন গায়িকা Harshdeep Kaur-র সাধ ভক্ষণ অনুষ্ঠানের ছবি
শীঘ্রই মা হতে চলেছেন জনপ্রিয় বলি গায়িকা হর্ষদীপ কৌর। শনিবার হয়ে গেল গায়িকার 'সাধ ভক্ষণ' অনুষ্ঠান।
এই মুহূর্তে গর্ভাবস্থার শেষ পর্যায়ে রয়েছে রয়েছেন গায়িকা হর্ষদীপ কৌর। ৯ মাসের অন্তঃসত্ত্বা তিনি।
সাধ ভক্ষণ অনুষ্ঠানের ছবি নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করে হর্ষদীপ লিখেছেন, ''আমাদের চারপাশে যে মানুষগুলি রয়েছেন, তাঁদের ভালোবাসা ও আশীর্বাদে আমি ধন্য। সাধ ভক্ষণের এই অনুষ্ঠানটি আমার কাছে চমক ছিল। যাঁরা আমন্ত্রিত ছিলেন এবং যাঁরা ভার্চুয়ালি উপস্থিত ছিলেন তাঁদের ভালোবাসায় আমি আপ্লুত।''
হর্ষদীপের সাধভক্ষণ অনুষ্ঠানে ছিল হর্ষদীপ ও তাঁর স্বামী মনকীত সিংয়ের আদলে তৈরি একটি কাস্টমাইজ কেক।
হর্ষদীপ কৌরের সাধভক্ষণের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর গায়িকা বন্ধু নীতি মোহন।
হর্ষদীপ কৌরের সাধভক্ষণের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্ধু আকৃতি কক্কর সহ আরও অনেকেই।
২০১৫ সালে ছোটবেলার বন্ধু মনকীত সিংয়ের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন হর্ষদীপ কৌর। তারপর থেকে সুখে দাম্পত্য জীবন কাটাচ্ছেন হর্ষদীপ।
শনিবার হর্ষদীপের সাধ ভক্ষণের অনুষ্ঠানে যাঁরা উপস্থিত থাকতে পারেননি। তাঁরা ভার্চুয়ালি সামিল হয়েছিলেন অনুষ্ঠানে।
১৯৮৬ সালের ১৬ ডিসেম্বর হর্ষদীপ দিল্লির শিখ পাঞ্জাবি পরিবারে জন্ম নেন। হর্ষদীপের বাবা একজন গিটারিস্ট। মাত্র ৫ বছর বয়স থেকেই গান গাওয়া শুরু করেন হর্ষদীপ। ৬ বছর বয়স থেকে তিনি তেজপাল সিংয়ের কাছে শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নেন।
'রং দে বাসন্তী', 'ইক ওঙ্কার', 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি', 'জব তক হ্যায় জান', 'হীর' সহ বলিউডের বহু ছবিতে গান গেয়েছেন হর্ষদীপ কৌর।