এবার পর্দায় আসছে অভিনব বিন্দ্রার বায়োপিক, শুটিং রেঞ্জে দিন কাটছে অনিল কাপুরের ছেলের
ওলিম্পিকে সোনাজয়ী ভারতীয় শুটার অভিন বিন্দ্রার বায়োপিক আসছে পর্দায়। নাম ভূমিকায় অভিনয় করবেন অনিল কাপুরের পুত্র হর্ষবর্ধন কাপুর। এর আগে মির্জা সিনেমায় অভিনয় করেছেন হর্ষবর্ধন।
গত পাঁচ মাস ধরে শুটিং রেঞ্জে পড়ে রয়েছেন হর্ষবর্ধন। সোনাজয়ী শুটারের চরিত্রে অভিনয় করবেন। ফলে রাইফেল শুটিং সম্পর্কে খুঁটিনাটি জেনে নিতে চাইছেন অনিল-পুত্র।
ব্যক্তিগত ইভেন্টে এর আগে ভারতের কোনও ক্রীড়াবিদ ওলিম্পিকে সোনা জেতেননি।
২০০৮ বেজিং ওলিম্পিকে ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে সোনা জিতেছিলেন অভিনব বিন্দ্রা।
এই প্রথমবার একসঙ্গে অভিনয় করবেন অনিল ও হর্ষবর্ধন কাপুর।
২০১৯ জানুয়ারি থেকে শুটিং শুরু হবে বিন্দ্রার বায়োপিকের।
ইতিমধ্যে বিন্দ্রা ও তাঁর বাবার সঙ্গে সময় কাটাচ্ছেন হর্ষবর্ধন ও অনিল কাপুর। বায়োপিকে বিন্দ্রার বাবার ভূমিকায় অভিনয় করবেন অনিল কাপুর।
দিনের একটা বড় সময় শুটিং রেঞ্জে কাটাচ্ছেন হর্ষবর্ধন। তবে বিন্দ্রার বায়োপিকের জন্য তাঁকে ওজন বাড়াতে বা কমাতে হচ্ছে না। কারণ, হর্ষবর্ধন এক্ষেত্রে বিন্দ্রার ১৫ থেকে ৩৫ বছরের মধ্যেকার জীবনের ছবি তুলে ধরবেন।