হাতে পরপর ছবি, নিজের পারিশ্রমিক তিনগুণ বাড়িয়ে দিলেন সইফ আলি খান
বলিউডের ছোটে নবাব বলা হয় তাঁকে। বলিউডে পা রাখার পর প্রথমে সেভাবে নিজের জায়গা তৈরি করতে না পরালেও, ক্রমশ অভিনয় সত্ত্বার প্রকাশ ঘটিয়ে বর্তমানে বি টাউনের অন্যতম সেরা অভিনেতা হয়ে উঠেছেন তিনি। সেই কারণেই বর্তমানে নিজের পারিশ্রমিক আগের চেয়ে প্রায় তিনগুন বাড়িয়ে দিয়েছেন সইফ আলি খান।
বলিউডের পাশাপাশি ওয়েব সিরিজেও সমান দাপটে কাজ করছেন সইফ। ২০১৯ সালে সেক্রেড গেমস দিয়ে ওটিটি প্ল্যাটফর্মে পা রাখেন তিনি। সেক্রেড গেমসে তুমুল জনপ্রিতার পর বর্তমানে দিল্লি বলে আরও একটি ওয়েব সিরিজের কাজ শুরু করেছেন সইফ আলি খান
ওয়েব সিরিজের পাশাপাশি তানাজি, জাওয়ানি জানেমন, লাল কাফতানের মতো একাধিক সিনেমায় তেড়ে অভিনয় করেন সইফ। বর্তমানে ভূত পুলিসের শ্যুটিংয়ে ডালহৌসিতে উড়ে গিয়েছেন তিনি। অর্জুন কাপুর, ইয়ামি গৌতম এবং জ্যাকলিন ফার্নান্ডেজের সঙ্গে এই সিনেমায় স্ক্রিন শেয়ার করছেন। ভূত পুলিসের পাশাপাশি প্রভাসের সঙ্গে আদিপুরুষে দেখা যাবে তাঁকে। প্রভাসের বিপরীতে অভিনয় করবেন সইফ।
সূত্রের খবর, আগে এক এক সিনেমার জন্য ৩-৪ কোটি পারিশ্রমিক নিতেন সইফ আলি খান। পারিশ্রমিকের মাত্রা বেড়ে যায় তাঁর ২০১৯ সালের পর থেকে। বর্তমানে এক একটি ছবির জন্য প্রায় ৩ গুণ বেশি পারিশ্রমিক নিচ্ছেন সইফ
জানা যাচ্ছে, বর্তমানে ১০ কোটির বেশি পারিশ্রমিক হাঁকাচ্ছেন এক একটি ছবির জন্য। তানাজির জন্যই তিনি ১১ কোটি পারিশ্রমিক নিয়েছেন বলে খবর