হাথরস কাণ্ড : দিল্লি নয়, মামলা এলাহাবাদ আদালতে ফেরাল সুপ্রিম কোর্ট
উত্তরপ্রদেশের হাথরসে নির্যাতিতার পরিবারের তরফে আর্জি জানানো হয়েছিল, মামলা যেন দিল্লিতে স্থানান্তরিত করা হয়। কিন্তু সেই আবেদন খারিজ করল শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট এদিন হাথরস মামলা এলাহাবাদ হাইকোর্টে ফেরানোর নির্দেশ দিয়েছে।
সিবিআই তদন্তে এবার বিচারপতির নজরদারি থাকবে। হাথরস মামলায় এবার এলাহাবাদ কোর্টে রিপোর্ট জমা দিতে হবে সিবিআইকে। এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
হাথরস কাণ্ডে তদন্তের দায়িত্ব এখন সিট-এর হাতে। ইতিমধ্যে তদন্তে গাফিলতির অভিযোগে এসপি-সহ পাঁচ পুলিসকর্মীকে সাসপেন্ড করা হয়েছে।
রাতের অন্ধকারে নির্যাতিতার দেহ পুড়িয়ে দিয়েছিল পুলিস। একবারের জন্যও নির্যাতিতার দেহ তাঁর পরিবারের কাউকে দেখতে দেওয়া হয়নি। এর পর মামলা তুলে নেওয়ার জন্য জেলাশাসক ও এসপি নির্যাতিতার পরিবারের উপর চাপ দিচ্ছিলেন বলেও অভিযোগ উঠেছিল।
মামলা অন্য কোনও রাজ্যে নিয়ে যাওয়ার আর্জি জানিয়েছিল নির্যাতিতার পরিবার। এমনকী নির্যাতিতার পরিবারের লোকজন গ্রাম ছেড়ে অন্য কোথাও চলে যেতে চান বলেও প্রশাসনের কাছে আর্জি জানিয়েছিল।