পলিগ্রাফ টেস্ট ও ব্রেন ম্যাপিংয়ের জন্য হাথরসকাণ্ডে জড়িত ৪ যুবককে গুজরাট নিয়ে গেল CBI
হাথরস ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তে তত্পরতা বাড়াল সিবিআই। আলিগড়ের জেলে বন্দি ৪ অভিযুক্তকে তদন্তের জন্য গুজরাট নিয়ে গেল কেন্দ্রীয় তদন্ত সংস্থা।
সিবিআই সূত্রে খবর, অভিযুক্ত ওই চারজনের পলিগ্রাফ টেস্ট ও ব্রেন ম্য়াপিং হবে। সেই জন্যই তাদের গান্ধীনগরে নিয়ে যাওয়া হচ্ছে।
উল্লেখ্য, গত মাসে হাথরসকাণ্ডের তদন্তভার নেয় সিবিআই। গত ২৯ সেপ্টেম্বর দিল্লির হাসপাতালে মৃত্যু হয় নির্যাতিতার। তার আগেই ২৬ সেপ্টেম্বর গ্রেফতার করা হয় ওই ৪ অভিযুক্তকে।
গত ১৪ সেপ্টেম্বর মাঠে কাজ করতে গিয়ে ধর্ষণ ও খুন হন উত্তরপ্রদেশের হাথরসের বুলগহড়ি গ্রামের এক দলিত তরুণী। এমনটাই অভিযোগ তার পরিবারের।
মারাত্মক আহত অবস্থায় তাকে প্রথমে ভর্তি করা হয় আলিগড়ের জেএনএমসি হাসপাতালে। শরীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে নিয়ে যাওয়া হয় দিল্লির সফদরজং হাসপাতালে। সেখানেই ২৯ সেপ্টেম্বর তার মৃত্যু হয়। এনিয়ে তোলপাড় হয় গোটা দেশ। মৃত্যুর আগে নির্যাতিতার বয়ান অনুযায়ী, ওই চার অভিযুক্ত তাকে ধর্ষণ করে ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে।