10 Highest Paid Athletes In 2023: মা লক্ষ্মীর আশীর্বাদে ব্যপক ধনবর্ষা! ফোর্বসের বিচারে টাকার গদিতে প্রথম দশে যাঁরা

Subhapam Saha Wed, 03 May 2023-4:10 pm,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গতবছর মা লক্ষ্মীর আশীর্বাদে ব্যপক ধনবর্ষায় ভেসে গিয়েছেন তাঁরা। ফোর্বস ম্যাগাজিন জানিয়ে দিল যে, ২০২২ সালের উপার্জনের ভিত্তিতে টাকার গদিতে প্রথম দশে কোন অ্যাথলিটরা। মাঠ ও মাঠের বাইরে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসিদের উপার্জন মিলিয়েই এই তালিকা তৈরি করা হয়েছে। অ্যাথলিটরা খেলে যে পুরস্কার মূল্য, বেতন ও বোনাস পান, তা যেমন ধরা হয়েছে, তেমনই যোগ করা হয়েছে তাঁদের বিভিন্ন কোম্পানির সঙ্গে স্পনরসরশিপ চুক্তি, অ্যাপিয়ারেন্স ফি ও মেমোরাবিলা। তালিকায় ফুটবলার ও বাস্কেটবল খেলোয়াড়দের সংখ্যাই বেশি।

 

তালিকায় সবার ওপরে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আল নাসেরের পর্তুগিজ মহাতারকার গতবছরের উপার্জন ১০৯ মিলিয়ন পাউন্ড

 

দুয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী লিওনেল মেসি। পিএসজি-র সুপারস্টারের গতবছরের উপার্জন ১০৪ মিলিয়ন পাউন্ড 

 

 

তিনে মেসির ক্লাব সতীর্থ ও ফ্রান্সের ক্যাপ্টেন কিলিয়ান এমবাপে। 'নিনজা টার্টল' ২০২২ সালে উপার্জন করেছেন ৯৬ মিলিয়ন পাউন্ড

 

চারে বাস্কেটবলের মহানক্ষত্র লেব্রোন জেমস। গতবছর তিনি উপার্জন করেছেন ৯৫ মিলিয়ন পাউন্ড।

 

পাঁচে মেক্সিকান বক্সার ক্যানসেলো আলভারেজ। গতবছর তিনি উপার্জন করেছেন ৮৮ মিলিয়ন পাউন্ড।

 

ছয়ে গলফ স্টার ডাস্টিন জনসন। গতবছর ডাস্টিনের পকেটে এসেছে ৮৬ মিলিয়ন পাউন্ড।

 

সাতে আরেক গল্ফার। ফিল মিকেনসন গতবছর উপার্জন করেছেন ৮৫ মিলিয়ন পাউন্ড।

 

আটে রয়েছেন আরেক বাস্কেটবল স্টার। স্টিফেন গতবছর উপার্জন করেছেন ৮১ মিলিয়ন পাউন্ড।

 

নয়ে রাজা রজার। টেনিসের সর্বকালের অন্যতম সেরা গতবছর উপার্জন করেছেন ৭৬ মিলিয়ন পাউন্ড।

 

তালিকায় সবার শেষে কেভিন ডুরান্ট। শেষও এক বাস্কেটবল খেলোয়াড়। ডুরান্ডের ২০২২ সালে উপার্জন ছিল ৭২ মিলিয়ন পাউন্ড।

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link