নামের সঙ্গে মিলিয়ে ফুল দিয়েই সাজানো হয়েছে ফুলবাগান মেট্রো স্টেশন, দেখুন
২৬ বছর পর কলকাতায় ফের পাতাল প্রবেশ করছে মেট্রো রেল। এপ্রিলের মধ্যেই ফুলবাগান পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রো চালানোর উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।
-ছবি ও তথ্য-শ্রেয়সী গঙ্গোপাধ্যায়
ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের প্রথম ভূগর্ভস্থ স্টেশন হচ্ছে ফুলবাগানে। সল্টলেক স্টেডিয়ামের পরেই সুড়ঙ্গে ঢুকবে ট্রেন।
-ছবি ও তথ্য-শ্রেয়সী গঙ্গোপাধ্যায়
প্রস্তুতি প্রায় সম্পূর্ণ। ইস্ট ওয়েস্ট মেট্রোর সূচনা উপলক্ষে এখন সাজছে ফুলবাগান স্টেশন।
-ছবি ও তথ্য-শ্রেয়সী গঙ্গোপাধ্যায়
আগের থেকে অনেক আধুনিক নয়া এই মেট্রো স্টেশন। আর নামের সঙ্গে মিল রেখে প্ল্যাটফর্ম জুড়ে রয়েছে বাংলার ফুলের ছবি।
-ছবি ও তথ্য-শ্রেয়সী গঙ্গোপাধ্যায়
১৩ তারিখ উদ্বোধন এর পর যে ছটা স্টেশন দিয়ে ট্রেন চলবে সেগুলো সব কটাই মাটির ওপরে। উদ্বোধনের মাস খানেকের মধ্যেই ট্রেন ফুলবাগান পর্যন্ত ট্রেন চালাতে চাইছে কর্তৃপক্ষ। স্টেডিয়াম স্টেশনের পরেই সুভাষ সরোবরের পাশ দিয়ে রেলপথ সুড়ঙ্গে ঢুকছে।। আর সেই সুড়ঙ্গে ট্রায়াল রান শুরু হয়ে গেছে সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পৌছতে ১৪-১৬ মিনিট সময় লাগবে। ফুলবাগানের পরের স্টেশন শিয়ালদা। তবে এখন মেট্রো শিয়ালদা পর্যন্ত যাবে না। শিয়ালদার কাছে Y ক্রসিং দিয়ে ঘুরিয়ে নেওয়া হবে মেট্রো। -ছবি ও তথ্য-শ্রেয়সী গঙ্গোপাধ্যায়