সতর্ক হোন HDFC ব্যাঙ্কের গ্রাহকরা, দেখে নিন নিয়মগুলি
সাম্প্রতিককালে একের পর এক প্রতারণার ঘটনার পর গ্রাহকদের সতর্ক করল এইচডিএফসি ব্যাঙ্ক। ব্যাঙ্ক কর্তৃপক্ষের বক্তব্য, অজান্তেই গোপন তথ্য তৃতীয় পক্ষকে দিয়ে দিচ্ছেন গ্রাহকরা। আর সেই সুযোগ তুলছে প্রতারকরা।
সিম সোয়াইপের মাধ্যমে এক ব্যবসায়ীর অ্যাকাউন্ট থেকে ১.৮৬ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে মুম্বইয়ের সাইবার ক্রাইম শাখা।
এমন ঘটনার পর গ্রাহকদের উদ্দেশে এইচডিএফসি-র সতর্কবার্তা, সতর্ক থাকুন। পিন, সিভিভি ও নেট ব্যাঙ্কিংয়ের আইডি-পাসওয়ার্ড কাউকে দেবেন না।
মোবাইল ফোনে, হোয়াটসঅ্যাপ বা অন্য কোনও মাধ্যমে নিজের ব্যাঙ্ক খাতার গোপনীয় তথ্য দেবেন না।
ইন্টারনেটে আর্থিক লেনদেন করার সময় সাবধান থাকুন। কোনও সন্দেহজনক লিংক খুললে তত্ক্ষণাত্ লেনদেন বন্ধ করুন। কোনও সমস্যা হলে যোগাযোগ করুন ব্যাঙ্কের সঙ্গে। নিয়মিত ব্যাঙ্কের ব্যালান্স নজরে রাখুন।