ফুটবল খেলবে অথচ হেড করা যাবে না, এমনই নিয়ম এখানে
অল্প বয়সে মাথায় আঘাত ক্ষতি করতে পারে ছোট ছোট পড়ুয়াদের মস্তিষ্কের। তাই প্রাইমারি স্কুলে ফুটবল ট্রেনিংয়ে হেডিং নিষিদ্ধ করা হল।
ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং উত্তর আয়ারল্যান্ডের প্রাইমারি স্কুল গুলিতে এই নিয়ে চালু করা হয়েছে।
একটি ফিল্ড স্টাডি বলছে, ছোটবেলায় বার বার ফুটবলে হেড করলে তা মস্তিষ্কের সঠিকভাবে পরিণত হওয়ায় বাধা তৈরি করে। এমনকি বার বার ফুটবলে হেড করলে বড় বয়সে ডিমেন্সিয়া থেকে আলজাইমারের মতো অসুখেও ভুগতে হতে পারে।
তাই ব্রিটেনের প্রাইমারি স্কুলে ফুটবল ট্রেনিংয়ে হেড করায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এমনকি অনূর্ধ্ব-১২ থেকে অনূর্ধ্ব-১৬ বয়সসীমায় হেড করার ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলতে হবে।
গত কয়েক বছর ধরে প্রাক্তন ফুটবলারদের নার্ভের অসুখের গবেষণা করার পরেই এই সিদ্ধান্ত নিয়েছে ওই তিন দেশের ফুটবল ফেডারেশন।