শরীরে ভিটামিন-ডি-এর অভাব বাড়িয়ে দিতে পারে করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি! দাবি বিজ্ঞানীদের
এখনও পর্যন্ত লক্ষাধিক মানুষের প্রাণ কেড়েছে করোনাভাইরাস। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এই ভাইরাসে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৬ লক্ষ ৭০ হাজার ২০৭ জনের। এই পরিস্থিতিতে উদ্বেগ বাড়িয়ে দিলেন একদল বিজ্ঞানী। তাঁদের দাবি, শরীরে ভিটামিন-ডি-এর অভাব হলে করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকটাই বেড়ে যেতে পারে।
দ্য ফেডারেশন অব ইউরোপিয়ন বায়োকেমিক্যাল সোসাইটিস (FEBS)-এর পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনে বিজ্ঞানীরা একটি সমীক্ষার রিপোর্ট সামনে এনেছেন। করোনা আক্রান্তদের রক্তের নমুনা পরীক্ষা করে দেখা হয়েছে ওই সমীক্ষায়।
এই সমীক্ষায় ৭,৮০৭ জনের রক্ত পরীক্ষা করে দেখেন বিজ্ঞানীরা। পরীক্ষায় ধরা পড়ে, এই ৭,৮০৭ জনের মধ্যে ৭৮২ জন (১০.১ শতাংশ) করোনায় আক্রান্ত। বাকি ৭০২৫ জন (৮৯.৯ শতাংশ) সুস্থ।
বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেন, ৭,৮০৭ জনের মধ্যে যাঁরা করোনায় আক্রান্ত (৭৮২ জন), তাঁদের শরীরে ভিটামিন-ডি-এর যথেষ্ট ঘাটতি রয়েছে। সেই তুলনায় বাকিদের রক্তে ভিটামিন-ডি-এর মাত্রা স্বাভাবিক ছিল।
বিজ্ঞানীরা জানান, করোনা আক্রান্তদের শরীরে ভিটামিন-ডি-এর মাত্রা অস্বাভাবিক হারে কম। তাই এই সমীক্ষা থেকে এ কথা বলা যেতেই পারে যে, যাঁদের শরীরে ভিটামিন-ডি-এর ঘাটতি রয়েছে, তাঁদের করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি অন্যান্যদের তুলনায় বেশি। তবে ভিটামিন-ডি-এর সাপ্লিমেন্ট খেলেই যে করোনার ঝুঁকি এড়ানো যাবে, এ কথাও নিশ্চিত ভাবে বলা যাবে না।