এই ব্লাড গ্রুপের মানুষদের করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি! জানালেন বিশেষজ্ঞরা

Sudip Dey Sun, 19 Jul 2020-2:51 pm,

আপনি কি জানেন কোন ব্লাড গ্রুপের মানুষ করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন আর কোন ব্লাড গ্রুপের মানুষদের মধ্যে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা কম! আসুন এই বিষয়ে সবিস্তারে জেনে নেওয়া যাক...

সম্প্রতি জার্মানির কিয়েল বিশ্ববিদ্যালয়ের (University of Kiel) একদল গবেষক দাবি করেছেন, যাঁদের ব্লাড গ্রুপ AB, তাঁদের মধ্যে করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি অন্যদের তুলনায় প্রায় ৫০ শতাংশ পর্যন্ত বেশি। একই রকম ভাবে O গ্রুপের রক্তের ক্ষেত্রে এই ঝুঁকিটা অনেকটাই কম। অর্থাৎ, যাঁদের শরীরে O গ্রুপের রক্ত, তাঁদের এই মারণ ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকটাই কম।

এ বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসক (মেডিসিন) ডঃ শুদ্ধসত্ত্ব চট্টপাধ্যায় জানান, AB ব্লাড গ্রুপের মানুষদের শুধু করোনার ক্ষেত্রেই নয়, হাইপারটেনশন, ডায়াবেটিস, সিওপিডি-র মতো একাধিক স্বাস্থ্য সমস্যার ঝুঁকি বেশি। একাধিক সমীক্ষায় দেখা গিয়েছে, শ্বাসকষ্ট বা সিওপিডি-র সমস্যা অন্যান্য ব্লাড গ্রুপের মানুষের চেয়ে AB ব্লাড গ্রুপের মানুষদের অনেক বেশি (প্রায় ১৪.৮ শতাংশ)।

উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনের সমস্যায় অন্যান্য ব্লাড গ্রুপের চেয়ে AB ব্লাড গ্রুপের মানুষরা অনেক বেশি (প্রায় ৬৮.৯ শতাংশ) আক্রান্ত হন। ডায়াবেটিসের ক্ষেত্রেও অন্যান্য ব্লাড গ্রুপের চেয়ে AB ব্লাড গ্রুপের মানুষরা অনেক বেশি আক্রান্ত হন (প্রায় ১৪.৮ শতাংশ)।

ডঃ শুদ্ধসত্ত্ব চট্টপাধ্যায় জানান, AB ব্লাড গ্রুপ ছাড়া অন্যান্য ব্লাড গ্রুপের মানুষের করোনা আক্রান্ত ঝুঁকি নেই বা কম, এমন ভেবে নেওয়ার কোনও কারণ নেই! তাঁর মতে যথাযথ সতর্কতার অভাবে য়ে কোনও রক্তের গ্রুপের মানুষের ক্ষেত্রেই করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকি থেকেই যায়।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link