করোনার বিরুদ্ধে ঘুরে দাঁড়াচ্ছে ভারত! দৈনিক আক্রান্তের সংখ্যাকে ছাপিয়ে বাড়ছে সুস্থতার হার
বিশ্বজুড়েই করোনা পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হচ্ছে। ভারতেও প্রতিদিনই ৫৫-৬০ হাজার মানুষ নতুন করে আক্রান্ত হচ্ছেন করোনায়। তবে এ সব কিছুর মধ্যেই স্বস্তি যোগচ্ছে দেশের সুস্থতার হার!
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, ভারতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যাকে ছাপিয়ে বাড়ছে সুস্থতার হার। ৩০ জানুয়ারি থেকে এ পর্যন্ত প্রাপ্ত ভাইরাল সংক্রমণের মোট সংখ্যার নিরিখে সক্রিয় করোনা সংক্রমিতের সংখ্যা বর্তমানে ২৫ শতাংশেরও কম।
সূত্রের খবর, বর্তমানে দেশে যত জনের করোনা পরীক্ষা করানো হচ্ছে তাঁদের মধ্যে ৮.৬১ শতাংশের রিপোর্ট পজেটিভ। দেশে করোনায় সুস্থতার হার ৭৩.১৮ শতাংশ এবং মৃত্যুর হার ১.৯২ শতাংশ।
ভারতে প্রতিদিন প্রায় ৭ লক্ষেরও বেশি মানুষের করোনা পরীক্ষা করা হচ্ছে। প্রতিদিন এ দেশে ৫০-৫৫ হাজার মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। তবে সেই সংখ্যাকে ছাপিয়ে দৈনিক প্রায় ৬০ হাজার মানুষ করোনার প্রকোপ কাটিয়ে সুস্থ হয়ে উঠছেন।