দিল্লি, মুম্বইয়ে হয়তো শুরু হয়ে গিয়েছে করোনার গোষ্ঠী সংক্রমণ! আশঙ্কা ডঃ রমন গঙ্গাখেড়করের
ইদানীং ভারতে যে হারে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, তাতে বার বার উঠে আসছে গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা! এ বার এই প্রশ্নের উত্তর দিলেন ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (ICMR)-এর প্রাক্তন মহামারী গবেষণা বিভাগীয় প্রধান ডঃ রমন আর গঙ্গাখেড়কর (Raman R Gangakhedkar)।
৩০ জুন অবসর নেন ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (ICMR)-এর মহামারী গবেষণা বিভাগীয় প্রধান ডঃ রমন আর গঙ্গাখেড়কর (Raman R Gangakhedkar)। তাঁর মতে, ভারতের কোনও কোনও শহরে গোষ্ঠী সংক্রমণ হয়তো শুরু হয়ে গিয়েছে।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে বর্ষীয়ান এই মহামারী বিশেষজ্ঞ জানান, ইদানীং যে হারে দিল্লি ও মুম্বাইয়ে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে, তাতে গোষ্ঠী সংক্রমণের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। ইতিমধ্যেই হয়তো সেখানে করোনার গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গিয়েছে।
কিছুদিন আগে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডঃ হর্ষবর্ধন জানান, ভারতে ছড়ানো করোনাভাইরাস ইউরোপ, আমেরিকার মতো তেমন আগ্রাসী নয়। দেশে মৃত্যুর হারের উপর ভিত্তি করে ভাইরাসের সংক্রমণ ক্ষমতা বা এর আগ্রাসনের আন্দাজ করা সম্ভব নয়। কারণ, ভাইরাসের সংক্রমণ ক্ষমতার পাশাপাশি আক্রান্তদের বয়স ও শরীরের প্রতিরোধ ক্ষমতার উপর মৃত্যুর হার নির্ভর করে।
ডঃ রমন গঙ্গাখেড়কর জানান, দেশে মৃত্যুর হারের নিরিখে করোনার সংক্রমণ ক্ষমতা বিবেচনা করা বা ইউরোপ, আমেরিকার তুলনায় ভারতে ছড়ানো ভাইরাস তেমন আগ্রাসী নয়, এমন ভেবে নেওয়ার মতো কোনও বিজ্ঞান সম্মত জৈবিক কারণ নেই। তাই এমন ধারণা যুক্তিযুক্ত নয়।