পাঁচদিন ধরে প্রবল বৃষ্টিতে ভাসবে ৫ জেলা, বন্যা পরিস্থিতি তৈরির আশঙ্কা
নিজস্ব প্রতিবেদন : প্রবল বৃষ্টিতে ভাসবে উত্তরবঙ্গ। ৫ দিন ধরে চলবে বৃষ্টি।
আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহার, উত্তর দিনাজপুর এই এলাকায় আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাস বলছে, ১৫ তারিখ পর্যন্ত ৫ দিন ধরে বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। এরমধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হবে ১৪ তারিখ।
ভারী থেকে অতিভারী বৃষ্টির জেরে ফুলেফেঁপে উঠতে পারে ডুয়ার্সের নদীগুলি।
ডুয়ার্সের বিভিন্ন এলাকায় সাময়িক প্লাবনও দেখা দিতে পারে।
১৬ তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে।