দক্ষিণবঙ্গে দাপট দেখাবে বর্ষা, ৩ জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস
নিজস্ব প্রতিবেদন : উত্তরবঙ্গে নয়, আপাতত দক্ষিণবঙ্গে দাপট দেখাবে বর্ষা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আষাঢ় মাসের প্রথম দিনেই ভালো বৃষ্টি হতে পারে।
সারা সপ্তাহ জুড়েই মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বুধবার পর্যন্ত বৃষ্টি পরিমাণ কিছুটা কম থাকবে। তারপর থেকে বাড়বে।
পূর্বাভাস বলছে, বুধবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি শুরু হয়ে যাবে।
দুই ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুরে সপ্তাহের শেষে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে (২০ সেন্টিমিটার)।
কলকাতা সহ অন্যান্য জেলাগুলিতে বৃহস্পতিবার থেকেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে (৭ থেকে ১১ সেন্টিমিটার)।