প্রবল বৃষ্টিতে ভাসছে পুণে! মৃত ১৫, জলবন্দি বহু মানুষ
প্রবল বৃষ্টিতে ভাসছে পুনে। একটানা বৃষ্টিতে শহরের বিভিন্ন অংশ জলমগ্ন হয়ে রয়েছে। প্রবল বৃষ্টির জেরে পুনেতে ১২ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
মুম্বই-বেঙ্গালরু হাইওয়ের ধারে খেদ শিবাপুরে একটি দরগার শুয়ে ছিলেন পাঁচজন। রাতে প্রবল বৃষ্টি শুরু হয়। জলের তোরে ভেসে যান পাঁচজনই।
আরনেশ্বর এলাকায় পাঁচিল ধসে চাপা পরে মারা গিয়েছেন এক শিশুসহ পাঁচজন। এছাড়া পুরন্দর এলাকা থেকে দুজন নিখোঁজ বলেও জানিয়েছে স্থানীয় প্রশাসন।
নিচু এলাকা থেকে প্রায় ২৮ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ।
বৃহস্পতিবার সকালে বৃষ্টি কিছুটা ধরেছে। তাই উদ্ধারকাজ জোরকদমে শুরু হয়েছে। তবে এখনও প্রায় ৫০০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার তোড়জোর চলছে।