Heavy Snowfall and Rain: হাড়হিম হিমাচল! মারণ শীত! বরফে বন্ধ রাস্তা, বিদ্যুৎসংযোগ চলে গিয়ে অন্ধকারে ডুবে রাজ্য, মৃত্যু পর্যটকের...
হিমাচল প্রদেশে ৮৭টি রাস্তা বরফের জেরে বন্ধ।
বরফপাতে ৮০০ জন আটকে পড়েছিলেন লাহুল অঞ্চলে। সেখান থেকে তাঁদের উদ্ধার করা হয়েছে।
অত্যন্ত বেশি মাত্রায় বরফ পড়ার কারণে গোটা হিমাচল বিপর্যস্ত। সেখানে এখন ভয়ংকর ঠান্ডা! বইছে শৈত্যপ্রবাহ।
হিমাচল জুড়ে যে প্রায় ৯০টি রাস্তা বন্ধ হয়ে পড়েছে এর মধ্যে রয়েছে মানালির রোটাং পাসের মতো অতি গুরুত্বপূর্ণ রাস্তাও-- অটারি-লেহ ন্যাশনাল হাইওয়ে-৩-এর অংশ এটি। এছাড়াও বন্ধ সিমলার ৫৮টি, কিন্নরের ১৭টি, কাংড়ার ৬টি, লাহুল-স্পিতির ২টি এবং কুলুর ও চাম্পার ১টি করে রাস্তা।
প্রায় দশদিনের খরার পরে এই শৈত্যপ্রবাহ ও তুষাপরাতে পর্যটনব্যবসায়ী থেকে শুরু করে আপেলচাষি-- খুশি সবাই!
কিন্তু খুশির মধ্যে অস্বস্তিও আছে। হিমাচল জুড়ে প্রায় ৫০০টি ট্রান্সফর্মার বিকল হয়ে পড়ায় এই রাজ্যের বহু জায়গা ডুবে আছে অন্ধকারে। তবে সবচেয়ে মর্মান্তিক ঘটনা এক পর্যটকের মৃত্যু। বরফের উপর দিয়ে আসতে গিয়ে পিছলে গিয়ে অন্য এক গাড়িরে সঙ্গে সংঘর্ষ হওয়ায় মৃত্যু হয় দিল্লির এক পর্যটকের, আহত হন আরও তিন।