স্ত্রী হেমা মালিনির নামে গোটা হাসপাতাল `বুকিং` করেন ধর্মেন্দ্র
হেমা মালিনির সঙ্গে ধর্মেন্দ্রর সম্পর্ক এবং তাঁদের বিয়ের কথা প্রায় কারওরই অজানা নয়। হেমাকে বিয়ে করা থেকে শুরু করে পরেও যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্য কার্যত উদাহরণ সৃষ্টি করেন বলিউডের এই বর্ষীয়ান অভিনেতা
সম্প্রতি কপিল শর্মার শোয়ে হাজির হন হেমা মালিনি। মেয়ে এষার বই আম্মা মিয়ার প্রমোশনের জন্য সেখানে হাজির হন তিনি। কপিলের শোয়ে হাজির হয়ে হেমা যা বলেন, তা শুনে অবাক হবেন আপনিও
হেমা জানান, এষা এবং আহানার জন্মের সময় একটি গোটা হাসপাতালে স্ত্রীর নামে বুকিং (সংরক্ষণ) করেন ধরমজি। কোনও ভক্ত যাতে হেমাকে বিরক্ত করতে না পারেন, তার জন্যই ওই কাজ ধর্মেন্দ্র করেন বলে জানান বলিউডের ড্রিম গার্ল
শুধু তাই নয়, এষা এবং আহানার জন্মের পরও হেমাকে কখনও রান্নাঘরে ঢুকতে হয়নি
ফলে অভিনয় এবং নাচ নিয়েই মনোসংযোগ ছিল তাঁর মা হওয়ার পরও। কিন্তু এষা এবং আাহানা বড় হওয়ার পর সেখানে কিছুটা ঘাটতি হয়
অর্থাত, এষা এবং আহানা দাবি করতে শুরু করেন, তাঁরা মায়ের হাতের রান্না খাবেন। তখনই কাজের পাশাপাশি রান্নাঘরে ঢুকতে হয় হেমাকে