Hemal Ingle: IPL দেখছেন? নতুন ক্রাস হেমল ইঙ্গলেকে চিনুন...

Wed, 22 May 2024-10:28 pm,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আইপিএল নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে এক আলাদাই আবেগ থাকে। তবে এই আইপিএল-এ সকলের নজর কেড়েছেন এই অ্যাঙ্কর। খুব দ্রুত তিনি ফ্যানেদের মন জয় করে নিয়েছেন। তাঁর নাম হেমল ইঙ্গলে। 

হেমলের প্রাণবন্ত ব্যক্তিত্ব, কথা বলার ধরণ, আড়ম্বরপূর্ণ উপস্থিতি সবকিছুই দর্শকদের বিমোহিত করেছে। জানা গিয়েছে, হেমল একজন মারাঠি অভিনেত্রী। যিনি এই প্রথম আইপিএল-এর মঞ্চে সঞ্চালক হিসাবে ডেবিউ দিলেন।

প্রথম ম্যাচ থেকেই, হেমল ইঙ্গলের আকর্ষক ব্যক্তিত্ব এবং ক্রিকেটের গভীর জ্ঞান আইপিএল ভক্তদের হৃদয় জয় করে।

হেমলের সাবলীল মারাঠি ভাষায় আইপিএল সম্প্রচারে অ্যাঙ্করিং করেন। যা মারাঠি-ভাষী শ্রোতাদের আনন্দিত করেছে।

অ্যাঙ্কারিংয়ের পাশাপাশি হেমলের অনবদ্য ফ্যাশন সেন্স আইপিএল মৌসুমে নতুন প্রবণতা সেট করে। 

 

হেমলকে শীর্ষস্থানীয় আইপিএল খেলোয়াড় এবং সেলিব্রিটিদের সঙ্গে সাক্ষাৎকার নিতেও দেখা গিয়েছে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link