সৌরভের বোর্ডে নতুন CEO কে হলেন, জেনে নিন
কয়েকদিন আগেই বোর্ডের সিইও হিসেবে রাহুল জোহরির পদত্যাগপত্র গৃহীত হয়েছে।
ভারতীয় বোর্ডের সিইও পদে রাহুল জোহরির জায়গায় অস্থায়ীভাবে এই পদে নিয়োগ করা হল হেমাঙ্গ আমিনকে।
২০১৭ সাল থেকে আইপিএলের অপারেশনস ডিভিশন এর সঙ্গে যুক্ত রয়েছেন হেমাঙ্গ আমিন।
আপাতত বোর্ডের অন্তর্বর্তীকালীন সিইও হেমাঙ্গ, আগামী দুই মাসের মধ্যে নতুন সিইও নিয়োগ করবে BCCI।