ঝাড়খণ্ডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন হেমন্ত সোরেন, মঞ্চে রাহুল-মমতা-স্ট্যালিন

Sun, 29 Dec 2019-4:34 pm,

কর্ণাটক কুমারস্বামী শপথগ্রহন অনুষ্ঠানে এই ছবি দেখা গিয়েছিল।  ঝাড়খণ্ডে হেমন্ত সোরেনের শপথে সেই একই ছবি দেখতে পাওয়া গেল। রবিবার শপথ নিলেন হেমন্ত সোরেন।

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে হেমন্ত সোরেনের শপথগ্হণ অনুষ্ঠানে একই মঞ্চে হাডির হলেন, কানিমোঝি, স্ট্যালিন, রাহুল গান্ধী, ইয়েচুরি, ডি রাজা, সীতারাম ইয়েচুরি, শিবু সোরেন, ভূপেশ বাঘেল, অশোক গেহলট,তেজস্বী যাদব,  মমতা বন্দ্যোপাধ্যায়রা।

৮১ আসনের ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে ৪৭ আসন পেয়ে ক্ষমতায় এসেছে জেএমএম-কংগ্রেস জোট। এনআরসি, সিএএ নাকি বিজেপির পাঁচ বছরের উন্নয়নহীন শাসন কী বিজেপিকে পেড়ে ফেলেছে তা বিশ্লেষণের বিষয়। কিন্তু এটা ঠিক যে নাগরিকত্ব আইন বা নাগরিকপঞ্জী নিয়ে বর্তমান বিরোধী এতটা দানা বেঁধে ওযার আগেই গো বলয়ের তিন রাজ্যে হেরেছিল বিজেপি।

হাল আমলে মহারাষ্ট্রেও শরিক শিবসেনাকে ধরে রাখতে ব্যার্থ হয়েছে বিজেপি। সেই জায়গা নিয়েছেন কংগ্রেস-এনসিপি। তারপর ঝাড়খণ্ডে ফের ধাক্কা খেল বিজেপি। মনে রাখতে হবে লোকসভা নির্বাচনে বিপুলভাবেজয়ী হয়েছে বিজেপি। তার পর এই হার নিয়ে এবার হিসেব নিকেশ করতে বসেছে গেরুয়া শিবির।

রবিবার রাঁচিতে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন হেমনত সোরেন। তাঁকে শপথবাক্য পাঠ করালেন রাজ্যপাল দৌপদী মুর্মু।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link